Site icon Jamuna Television

ভারতে করোনার মধ্যেই বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক

ভারতে করোনার মধ্যেই বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক

ভারতে করোনার চলমান ওয়েভের মধ্যেই বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক। স্বাস্থ্য মন্ত্রলায় বলছে, দেশটিতে এ পর্যন্ত ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৫ হাজার মানুষ। মৃত্যুও হয়েছে ১২৬ জনের। কেবল মহারাষ্ট্রেই এ ছত্রাকের শিকার দেড় হাজারের বেশি মানুষ।

পরিস্থিতির ভয়াবহতায় চার রাজ্য- মহারাষ্ট্র, তামিল নাড়ু, ওড়িষা ও গুজরাটে ঘোষণা করা হয়েছে মহামারি। সতর্কতা জারি করা হয়েছে দেশজুড়ে। বিভিন্ন রাজ্যে এ রোগে ব্যবহৃত অ্যান্টি ফাঙ্গাল ওষুধের স্বল্পতাও দেখা দিয়েছে। মূলত করোনা রোগীদের মধ্যেই এ ছত্রাকে সংক্রমণের প্রবণতা দেখা গেছে।

চিকিৎসকরা বলছেন, করোনা নেগেটিভ হলেও দুর্বলতা ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সহজেই আক্রমণ করছে ব্ল্যাক ফাঙ্গাস।

এনএনআর/

Exit mobile version