Site icon Jamuna Television

মামলার জব্দ তালিকায় যেসব নথি রয়েছে

মামলার জব্দ তালিকায় যেসব নথি রয়েছে

সাংবাদিক রোজিনা ইসলাম রাষ্ট্রীয় গোপন নথি চুরি করেছেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন অভিযোগ করলেও মামলার জব্দ তালিকায় এমন কোন গোপন নথির কথা উল্লেখ নেই। পুলিশ রোজিনা ইসলামের কাছ থেকে নয় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছার কাছ থেকে নথি সংগ্রহ করে জব্দ তালিকা তৈরি করেছে।

শাহবাগ থানা পুলিশের কাছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া জব্দ তালিকায় প্রথমে রয়েছে জেনেভায় বাংলাদেশ মিশনের দুই পৃষ্ঠার চাহিদাপত্র। এছাড়াও রয়েছে কোভিড মোকাবেলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী মন্ত্রিসভা কমিটিতে পাঠানোর জন্য ছাপান্ন পাতার কাগজ, মন্ত্রিসভা কমিটির দুই পৃষ্ঠার সারসংক্ষেপ, করোনার টিকা সংগ্রহ নিয়ে আন্তঃমন্ত্রণালয় পরামর্শ কমিটির অনুমোদনের দুই পৃষ্ঠা কাগজ। জব্দ তালিকায় আরও আছে দুইটি মোবাইল ফোন ও সিম কার্ড, সচিবালয়ের প্রবেশে তথ্য মন্ত্রণালয়ের পিআইডি কার্ড রয়েছে।

শাহবাগ থানার এস আই মনসুর আহমেদ যমুনা টেলিভিশনকে ফোনে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা রোজিনা ইসলামকে তল্লাশি করে নথিপত্র পেয়েছেন।

এনএনআর/

Exit mobile version