Site icon Jamuna Television

পুলিশের আশ্বাসে কুড়িলের সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকরা

পুলিশের আশ্বাসে কুড়িলের সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকরা

পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের আশ্বাসে রাজধানীর কুড়িলে সড়ক অবরোধ তুলে নিয়েছে বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকরা।

শুক্রবার সকালে বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের অভিযোগে সড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একই সাথে অফিসগামী ও বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের দাবি, ঈদের ছুটি শেষে ফিরে এসে কর্মী ছাঁটাই এর নোটিশ দেখতে পায় তারা। কর্মক্ষেত্রে যোগ দিতে চাইলে মালিক পক্ষ থেকে গেটে তালা লাগিয়ে দেয়া হয়। কর্মীদের অভিযোগ, বিনা কারণে তাদের ছাঁটাই করে দেয়া হচ্ছে। আন্দোলন করেও কোনও সুরাহা হচ্ছেনা। ক্লাসিক শার্টস লিমিটেড নামক গার্মেন্টসের মালিকপক্ষ শ্রমিকদের ভয়ভীতি দেখাচ্ছে বলেও অভিযোগ করেন আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকরা।

Exit mobile version