Site icon Jamuna Television

সৌদি ফ্লাইট বন্ধ হওয়ায় টিকিট পরিবর্তন করতে প্রবাসীদের ভিড়

সৌদি ফ্লাইট বন্ধ হওয়ায় টিকিট পরিবর্তন করতে প্রবাসীদের ভিড়

বিমান এয়ারলাইন্স ২৪ মে পর্যন্ত বন্ধ এই সুযোগে সাউদিয়া এয়ারলাইন্স সৌদিগামী বাংলাদেশিদের সাথে হয়রানি করছে এমন অভিযোগ ভুক্তভোগীদের।

সাউদিয়া যাত্রীদের নানান অজুহাতে গতকাল যারা ফ্লাইট মিস হয়েছে তারা ভিড় করছেন কারওয়ান বাজারের টিকিট কাউন্টারে। তাদের অভিযোগ, অহেতুক শর্ত দিয়ে যাত্রীদের হয়রানি করা হচ্ছে এবং বাড়তি টাকা নেয়া হচ্ছে। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় বিপাকে পড়েছেন। অনেকে টিকিট রি ইস্যু করে ফিরে যাচ্ছেন। সংকটের দ্রুত সমাধানে সৌদিগমনেচ্ছুরা।

সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইন’সহ বিভিন্ন শর্তের কারণে ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত সৌদি আরবগামী সকল ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

Exit mobile version