Site icon Jamuna Television

মজুত ফুরিয়ে যাওয়ায় রাজশাহীতে করোনার টিকাদান বন্ধ

মজুত ফুরিয়ে যাওয়ায় রাজশাহীতে করোনার টিকাদান বন্ধ

মজুদ ফুরিয়ে যাওয়ায় রাজশাহীতে বন্ধ হয়ে গেল করোনার টিকা কার্যক্রম। গতকাল বৃহস্পতিবার টিকাদান কার্যক্রমের পর স্বাস্থ্য বিভাগের মজুদ ফুরিয়ে যায়। টিকা না থাকায়, কার্যক্রম আবার কবে শুরু হবে তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার জানান, মজুদ শেষ হওয়ায় টিকা নিতে পারেননি ৫২ হাজার ১’শ ৩৪ জন। তিনি আরও জানান, এখন পর্যন্ত যারা ভারত থেকে আসা সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন নিয়েছেন, তাদেরকে একই প্রতিষ্ঠানের ভ্যাকসিন নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। তবে সরকার পরবর্তীতে যে সিদ্ধান্ত নেবে সেটিই কার্যকর করা হবে।

এনএনআর/

Exit mobile version