Site icon Jamuna Television

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় সহজ হবে না, সেরাটা দিয়েই জিততে হবে: তামিম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় সহজ হবে না। নিজেদের সেরাটা দিয়েই জিততে হবে আমাদের। এমনটাই জানিয়েছেন টাইগারদের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।

সেই সাথে নিজেদের অভিজ্ঞতায় এগিয়ে থাকার কথাও স্বীকার করে নিয়েছেন এই ব্যাটসম্যান।
অভিজ্ঞতা মাঠে প্রভাব ফেলবে বলে মত তার। তিনি কথা বলেছেন নাজমুল হোসেন শান্তর বাদ পড়া নিয়েও। বিরতিতে থেকে ভালোভাবে কামব্যাক করবে শান্ত এমনটাই প্রত্যাশা করেন তামিম।

এদিকে, নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ২৩ তারিখ থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হবে মাঠের খেলা।

ইউএইচ/

Exit mobile version