Site icon Jamuna Television

ফিলিস্তিন ইস্যুতে নিজেদেরই ‘ভণ্ড’ অ্যাখ্যা দিলেন যুক্তরাজ্যের এমপি

ফিলিস্তিন ইস্যুতে পশ্চিমা অবস্থানের বিরুদ্ধে সোচ্চার হলেন যুক্তরাজ্যের মুসলিম এমপি ব্যারোনেস সাঈদা ওয়ার্সি। ইসরায়েলের বিরুদ্ধে তুলেছেন নানা অভিযোগ, করছেন নিজেদের সমালোচনাও।

বৃহস্পতিবার হাউজ অব লর্ডসে তিনি অভিযোগ করেন, নির্বিচার হামলার পরও ইসরায়েলকে তিরষ্কার না করা স্রেফ ভণ্ডামি। এর আগে মার্কিন কংগ্রেসে পশ্চিমা নীতির সমালোচনা করে আলোচনায় আসেন রাশিদা তালিব।

সাঈদা ওয়ার্সি বলেন, দুই রাষ্ট্র ভিত্তিক সমাধানের নীতিমালাকে আমরা সমর্থন জানাই। কিন্তু ফিলিস্তিনকে আলাদা দেশ হিসেবে দেই না অনুমোদন। এমনকি মন্ত্রীরা এর নাম মুখে আনতেও দ্বিধাবোধ করেন। বরাবরই, অঞ্চলটিতে শান্তি স্থাপনে কথা বলে ব্রিটেন। কিন্তু সেটি কার্যকরে নেই কোন উদ্যোগ। ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে সরকারের নিজস্ব বা স্পষ্ট কোন অবস্থান নেই। এটা ভণ্ডামি ছাড়া আর কি?

Exit mobile version