Site icon Jamuna Television

শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

প্রাইভেট পড়ানোর নাম করে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নড়াইলের কালিয়ায় হাফেজ আব্দুর রহমান নামে মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার সকালে উপজেলার নিধিপুর গ্রামে ঘটেছে ওই শিশু ধর্ষণের ঘটনা। আব্দুর রহমান উপজেলার নড়াগাতি থানার নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম ও খুলনা জেলার তেরখাদা উপজেলার পাটগাতী গ্রামের আব্দুল আজিজ ভূইয়ার ছেলে। এ ঘটনায় শুক্রবার সকালে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, নিধিপুর উত্তরপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান ফজরের নামাজের পর মসজিদে মক্তব পরিচালনা করেন। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার সকালে মসজিদের পাশে বসবাসকারী ওই শিশুটি অন্য শিশুদের সাথে
মক্তবে পড়তে যায়। ইমাম আব্দুর রহমান মক্তব ছুটি দিয়ে ৬ বছরের ওই শিশুটিকে প্রাইভেট পড়ানোর নাম করে রেখে দিয়ে মসজিদ সংলগ্ন ইমামের ঘরে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে। এরপর শিশুটির হাতে ১০ টাকার একটি নোট
ধরিয়ে দিয়ে ঘটনাটি কাউকে বলতে নিষেধ করে।

ভুক্তভোগি শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার বাবা ও মাকে জানালে তারা মসজিদে ছুটে যান। কিন্তু ইমামকে না পেয়ে স্থানীয় লোকজনকে জানিয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসি আব্দুর রহমানকে আটক করে নড়াগাতি থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার সকালে ধর্ষণের অভিযোগ করে শিশুটির বাবা বাদী হয়ে আব্দুর রহমানকে আসামি করে নড়াগাতি থানায় একটি মামলা দায়ের করেছে।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন জানান, মামলায় আব্দুর রহমানকে গ্রেফতার করে নড়াইল আদালতে পাঠানো হয়েছে। ধর্ষিতা শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version