Site icon Jamuna Television

সহকর্মীর করা ধর্ষণ মামলায় সাংবাদিক তেজপালের খালাস

ভারতের তেহেলকা ম্যাগাজিনের সমালোচিত সম্পাদক তরুণ তেজপালকে শুক্রবার খালাস দিয়েছেন আদালত। আট বছর আগে ধর্ষণ ও যৌন হয়রানি অভিযোগ তুলে মামলা করেন তারই এক নারী সহকর্মী।

দুর্নীতির খবর প্রকাশে বিখ্যাত তেহেলকা ম্যাগাজিন। ২০১৩ সালে ম্যাগাজিনের তৎকালীন সম্পাদক তরুণ তেজপালের বিরুদ্ধে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে। আট বছর ধরে চলা মামলায় এবার খালাস পেলেন তেজপাল।

তেজপালের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল তাকে। এদিকে রায়ের প্রেক্ষিতে আবারও আপিল করবেন সরকারি কৌঁসুলি। বলেছেন কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়েছে এ রায়ের মাধ্যমে।

Exit mobile version