Site icon Jamuna Television

আশুগঞ্জে সেতুর রেলিং ভেঙে খালে ট্রাক, প্রাণ গেল শ্রমিকের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সেতুর রেলিং ভেঙে লবণবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে দুলাল (৪৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার টাঙ্গরপাড়া এলাকার বাসিন্দা। তিনি আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত সড়কে চলমান চার লেন প্রকল্পের শ্রমিক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তবে পুলিশ এখনও তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, বিকেলে সিলেট অভিমুখী একটি লবণবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সোনারামপুর এলাকার সেতু থেকে নিচে পড়ে যায়। এতে সেতুর পাশে কাজ করতে থাকা চার লেন প্রকল্পের শ্রমিক দুলাল ট্রাকটির নিচে চাপা পড়েন। পরে ট্রাকের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Exit mobile version