Site icon Jamuna Television

ফেনসিডিলসহ গ্রেফতার ইংরেজি মিডিয়াম স্কুলশিক্ষক

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীর স্বনামধন্য ইংরেজি মাধ্যম স্কুল দ্য মিলেনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষককে ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই শিক্ষকের নাম শুভেন্দু বোস।

বৃহস্পতিবার (২০ মে) রাতে গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতু থেকে দুইজন সহযোগীসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শেখ হাসিনা তিস্তা সেতুর উপর একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৭৪ বোতল ফেনসিডিলসহ শুভেন্দু বোসকে গ্রেফতার করা হয়। তল্লাশির সময় শুভেন্দু বোস নিজেকে রংপুরের দ্য মিলিনিয়াম স্টারস স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক বলে পরিচয় দিয়েছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম আসামিদের শুক্রবার আদালতে নিলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

Exit mobile version