Site icon Jamuna Television

মহারাষ্ট্রে পুলিশের অভিযানে ১৩ মাওবাদী নিহত

মহারাষ্ট্রে পুলিশের অভিযানে ১৩ মাওবাদী নিহত

ভারতের মহারাষ্ট্রে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণ গেছে ১৩ মাওবাদী সদস্যের। শুক্রবার পশ্চিমাঞ্চলীয় গাদচিরোলি শহরে হয় এ ঘটনা।

কর্তৃপক্ষ জানায়, আশপাশের পাহাড়ি এলাকায় গত কয়েকদিন ধরেই মাওবাদীদের সন্ধানে অভিযান জোরালো করে নিরাপত্তা বাহিনী। পুলিশের সাথে যোগ দেয় প্যারামিলিটারি বাহিনীও। মাওবাদীদের তরফ থেকেও প্রতিরোধের চেষ্টা করা হয়। এসময় এনকাউন্টারে হয় হতাহতের ঘটনা। নিহতদের মধ্যে ৭ জন নারী ও ৬ জন পুরুষ। এ-কে ফরটি সেভেন, এসএলআর রাইফেল’সহ বেশকিছু অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয় অভিযানে।

এনএনআর/

Exit mobile version