Site icon Jamuna Television

আর্জেন্টিনায় করোনা সংকট বাড়ায় কোপা আমেরিকা নিয়ে শঙ্কা

কলম্বিয়ার নাম প্রত্যাহার করায় এককভাবে কোপা আমেরিকার আয়োজক হওয়ার কথা আর্জেন্টিনার। কিন্তু দেশটিতে করোনা সংকট বেড়ে যাওয়ায় নতুন শঙ্কা তৈরি হয়েছে টুর্নামেন্ট নিয়ে।

এরই মধ্যে ঘরোয়া ফুটবল কার্যক্রম স্থগিত করেছে আর্জেন্টিনা। কারণ দেশটিতে ব্যাপক হারে বেড়েছে করোনা মহামারি।

এর আগে সরকার বিরোধী সহিংস আন্দোলনের কারণে কলম্বিয়ার নাম প্রত্যাহার করে কনমেবল। টুর্নামেন্টের ইতিহাসে এবারই প্রথম যৌথ আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো কোপা আমেরিকা। কিন্তু কলম্বিয়ার নাম প্রত্যাহার করায় তা আর হচ্ছে না। ফাইনালসহ ১৫টি ম্যাচ গড়াতো কলম্বিয়ার মাঠে।

আগামী ১৩ জুন মাঠে গড়াবে এবারের আসর। ২৭ দিনের এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ১০ জুলাই।

Exit mobile version