Site icon Jamuna Television

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের ক্যানেরি দ্বীপ

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের ক্যানেরি দ্বীপ

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেনের ক্যানেরি দ্বীপ। বৃহস্পতিবার থেকে ছড়িয়ে পড়া আগুনে অ্যারিকো শহরের বনাঞ্চলটির অন্তত ১১শ’ হেক্টর পুড়ে ছাই হয়ে যায়।

জরুরি বিভাগ বলছে, ক্রমেই আরও কয়েকশ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ছে আগুন। দাবানল ঠেকাতে ৭ টি বিমান ও হেলিকাপ্টার নিয়ে কাজ করছে দেড়শ’র বেশি দমকল কর্মী। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে কয়েকশ’ স্থানীয় বাসিন্দাকে। এখন পর্যন্ত জনবসতির কোনো ক্ষয়ক্ষতি না হলেও সতর্কতা জারি করেছে প্রশাসন।

কতৃপক্ষ মনে করছে, আগামী সপ্তাহে তাপমাত্রা কমার সাথে সাথে কমতে পারে দাবানলের তীব্রতা। প্রচণ্ড গরমে তাপমাত্রা বাড়ায় ইউরোপের অনেক দেশেই দেখা দিয়েছে ভয়াবহ দাবানল।

এনএনআর/

Exit mobile version