Site icon Jamuna Television

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই থেকে তিনগুণ বেশি: ডব্লিউএইচও

বিশ্বে করোনায় সংক্রমণ-মৃত্যুর প্রকৃত সংখ্যা দুই থেকে তিনগুণ বেশি: ডব্লিউএইচও

করোনা মহামারিতে বিশ্বজুড়ে সংক্রমণ আর মৃত্যুর প্রকৃত সংখ্যা কমপক্ষে দুই থেকে তিনগুণ বেশি। এ পর্যন্ত ৬০ থেকে ৮০ লাখ মানুষের প্রাণহানি হয়ে থাকতে পারে মহামারিতে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক প্রতিবেদনে এমন দাবি করা হয়। ডব্লিউএইচও বলছে, ২০২০ সালেই করোনায় মৃত্যু হয় ৩০ লাখ মানুষের। যা প্রকাশিত আনুষ্ঠানিক সংখ্যার তুলনায় ১২ লাখ বেশি। অফিসিয়াল তথ্য অনুযায়ী কোভিডে এ পর্যন্ত ৩৪ লাখ মৃত্যুর কথা বলা হলেও, পরিসংখ্যানে বহু প্রাণহানি যুক্ত করা সম্ভব হয়নি। বিশেষ করে অনুন্নত বিশ্বে হাসপাতালে না গিয়েই মৃত্যু হয় অনেকের। নমুনা পরীক্ষার কিটের অভাবে শনাক্ত ছাড়াই সৎকার করা হয় বহু সন্দেহভাজন করোনা রোগী।

ডব্লিউএইচও’র তথ্য-উপাত্ত বিভাগের সহকারী মহাপরিচালক ড. সামিরা আসমা বলেন, মহামারির আসল চিত্র এখনও অপ্রকাশিত। বিশেষ করে লাতিন আমেরিকা, ভারত, নেপালের সংক্রমণ আর প্রাণহানির প্রকৃত সংখ্যা জানা যাচ্ছে না। বিভিন্ন উপাত্তের ভিত্তিতে আমরা ধারণা করছি, মহামারিতে এ যাবৎ ৮০ লাখ পর্যন্ত মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।

এনএনআর/

Exit mobile version