Site icon Jamuna Television

খালেদার জামিন ঠেকাতে ছলচাতুরি করছে সরকার

প্রতিহিংসার মাধ্যমে খালেদা জিয়াকে দন্ডিত করে বিএনপির সাথে সব ধরনের সমঝোতার পথ সরকার নিজেই বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন ব্যারিস্টার মওদুদ আহমদ। অভিযোগ করেন জামিন নিতে যাতে দেরি হয় সেজন্য সরকার ছলচাতুরির আশ্রয় নিচ্ছে।

সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মওদুদ আহমেদ বলেন, নির্যাতনের অংশ হিসেবেই বিএনপি চেয়ারপারসনকে পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছে। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি আদায় করে বিএনপি দৃষ্টান্ত স্থাপন করবে বলেও জানান দলের স্থায়ী কমিটির সদস্য। কারাবন্দি খালেদা জিয়ার জনপ্রিয়তা বাড়ছে দাবি করে আন্দোলন এবং নির্বাচন দুটোর জন্যই প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের নির্দেশও দেন মওদুদ।

Exit mobile version