Site icon Jamuna Television

যাত্রীবাহী লঞ্চ খুলে দেওয়ার দাবি

ফাইল ছবি।

২৪ মে থেকে লঞ্চ চলাচলের অনুমতিসহ সরকারের কাছে ৬ দফা দাবি জানিয়েছেন নৌ পরিবহন মালিকরা। সদরঘাটে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা এই দাবি জানায়।

সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত ছয়দফা দাবিগুলোর মধ্যে লঞ্চ চলাচলের পাশাপাশি প্রণোদনার অর্থ দ্রুত মালিকদের কাছে বণ্টন করা, অগ্রিম প্রদত্ত ছয় মাসের ট্যাক্স আনুপাতিক হারে মওকুফ করা, বিআইডব্লিউটিএ-র বিভিন্ন চার্জ ৬ মাসের জন্য মওকুফ করা, নৌ পরিবহন অধিদপ্তরের ৬ মাসের সার্ভে ফি মওকুফ করা এবং ব্যাংক ঋণের সুদ ৬ মাসের জন্য মওকুফ করা।

সংগঠনের ভাইস চেয়ারম্যান মো বদিউজ্জামান বলেন, দীর্ঘদিন নৌযান বন্ধ থাকায় সবদিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। অথচ গার্মেন্টস, দোকানপাট খুলে দেয়া হয়েছে।

এনএনআর/

Exit mobile version