Site icon Jamuna Television

গ্রেফতার হেফাজতের আরেক নেতা

হেফাজতে ইসলামের আহ্বায়ক এবং সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর প্রেসসচিব ইনামুল হাসান ফারুকীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২১ মে) তাকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে র‍্যাব।

তাকে হাটহাজারীতে সহিংসতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যা এবং হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা আরও দুটি মামলা রয়েছে।

তাকে এখন র‍্যাবের জিম্মায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দুপুরে হাটহাজারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বিক্ষোভে পুলিশের গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে মাদ্রাসার ছাত্ররা হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাঙচুর চালায়।

এই ঘটনায় করা ১০টি মামলার চার সহস্রাধিক আসামির মধ্যে রয়েছেন হেফাজতের বিলুপ্ত কমিটির আমির এবং বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরী এবং ইনামুল হাসান ফারুকী। আসামিদের মধ্যে এ নিয়ে ৭৪ জনকে গ্রেফতার করা হলো।

Exit mobile version