Site icon Jamuna Television

খালেদ মাহমুদ সুজন করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন।

আগামীকাল রোববার (২৩ মে) থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টাইগারদের টিম লিডার হিসেবে ছিলেন সুজন। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় এ ভূমিকায় থাকা হচ্ছে না সাবেক এই অলরাউন্ডারের।

দলের সাথে জৈব সুরক্ষা বলয়ে ছিলেন খালেদ মাহমুদ। এর মাঝেই তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করা হয়।

বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে বাংলাদেশ দলের ম্যানেজার ও কোচের দ্বায়িত্ব পালন করেন তিনি। ছিলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। লাল-সবুজ জার্সিতে ৭৭ ম্যাচ খেলে ৯৯১ রানের পাশাপাশি ৬৭টি উইকেট নিয়েছেন তিনি। আর ১২টি টেস্ট খেলে করেছেন ২৬৬ রান; নিয়েছেন ১৩ উইকেট।

Exit mobile version