Site icon Jamuna Television

সাংবাদিক রোজিনাকে কারাগারে নেয়ার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ

রোজিনা ইসলামকে কারাগারে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা।

আজ শনিবার (২২ মে) সকালে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ জানায় সাব এডিটরস কাউন্সিল।

সাংবাদিকরা বলেন, অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে রোজিনা ইসলামকে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথ বন্ধ করতেই এই অপচেষ্টা বলে অভিযোগ করেন তারা।

এদিকে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও হেনস্তার বিচার দাবিতে প্রতিবাদ জানিয়েছেন নারী সাংবাদিকেরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে বিক্ষোভ করেন তারা।

সাংবাদিকরা বলেন, অবিলম্বে রোজিনা ইসলামকে মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনে নামবে সাংবাদিক সমাজ। গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

সাংবাদিকদের কর্মসূচিতে সংহতি জানিয়েছে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরীফ এবং সহযোগী সম্পাদক আনিসুল হক।

Exit mobile version