Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে ট্রাক ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে নিহত ২, আহত ৩

স্টাফ করেসপডেন্ট, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের কাঁচপুর নয়াবাড়ি এলাকার ঢাকা চট্রগ্রাম মহাসড়ক ধরে আসা একটি ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ছয়টার এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনরুজ্জামান।

নিহতদের পরিচয় নিশ্চিত করে তিনি বলেন, একজন কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর সরকার বাড়ি এলাকার জানু মোল্লার ছেলে হুমায়ুন অপরজন ফারুক হোসেন একই এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশ কর্মকর্তা জানান, কাঁচপুর নয়াবাড়ি এলাকায় ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের যাত্রীদের মধ্যে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুুতি চলছে।

Exit mobile version