Site icon Jamuna Television

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু

বিমান বিধ্বস্ত হয়ে নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু

উত্তর-পশ্চিম রাজ্যের কাদুনায় বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন নাইজেরিয়ার সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট-জেনারেল ইব্রাহিম আত্তাহিরু। দেশটির সেনাবাহিনীর এক কর্মকর্তার বরাতে খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

খারাপ আবহাওয়ায় বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে। বিমান দুর্ঘটনার শিকার হয়ে ৫৪ বছর বয়সী জেনারেল আত্তাহিরুর মৃত্যুতে শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। জেনারেল আত্তাহিরু গত জানুয়ারিতে নাইজেরিয়ার সেনাপ্রধানের পদ গ্রহণ করেছিলেন।

দীর্ঘ কয়েক দশক ধরে দেশটিতে চলা জিহাদি বিদ্রোহীদের দমনে সেনাবাহিনীর দক্ষতা বাড়াতে সরকারের পরিকল্পনার অংশ ছিল এই বিমান উড্ডয়ন।

নাইজেরিয়ার বিমানবাহিনী জানায়, শুক্রবার কাদুনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিমান অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

গত তিন মাস আগে নাইজেরিয়ার রাজধানী আবুজার রানওয়েতে সেনাবাহিনীর আরেকটি বিমান বিধ্বস্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়।

এনএনআর/

Exit mobile version