Site icon Jamuna Television

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি।

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় রাহাত আলী (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আজ শনিবার (২২ মে) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দুবাইল এলাকায় এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক রেজাউল করিম তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত রাহাত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চরদরমপুর গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে।

রেজাউল করিম বলেন, ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের দুবাইল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এছাড়াও আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের লাশ গোড়াই হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Exit mobile version