Site icon Jamuna Television

সুন্দরবন থেকে ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়াল আটক

সুন্দরবনের ভেতর থেকে থেকে ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়ালকে আটক করেছে বনবিভাগ। এসব চিনি দিয়ে বনের ভেতর বসে ভেজাল মধু তৈরি করে লোকালয়ে এসে বিক্রি করতো চক্রটি।

শুক্রবার (২১ মে) রাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাদুড়ঝুলি এলাকার কুমনিওয়ালা খাল থেকে মধু সংগ্রহের সরঞ্জামাদিসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের সত্তার মোড়ল (৪৫), কুবাত আলী (৫০), শাহাদাত (৫০), সাহেব আলী (৫২), ইয়াসিন গাজী (৪৫), মজিদ গাজী (৫০) ও পদ্মপুকুর ইউনিয়নের গড়কোমরপুর গ্রামের আবু বক্কর (৫২)।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ জানান, গ্রেফতারকৃতরা এসব চিনি দিয়ে ভেজাল মধু তৈরি করতো। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

Exit mobile version