Site icon Jamuna Television

আখাউড়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বশির মিয়াকে (৪৪) আটক করেছে পুলিশ।

শনিবার (২২ মে) দুপুরে নিজ বাড়ি থেকে আখাউড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সে উত্তর ইউনিয়নের সীমান্তঘেঁষা রাজাপুর গ্রামের বাসিন্দা।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এএসআই আলমগির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বশিরকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদক আইনে ৩টি মামলার রেকর্ড আছে। সে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ রয়েছে।

আজই তাকে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Exit mobile version