Site icon Jamuna Television

গাজা পুনর্গঠনে এগিয়ে আসছে মিসর ও চীন

টানা ১১ দিনের ইসরায়েলি বর্বর হামলার তাণ্ডবে বিধ্বস্ত গাজা পুনর্গঠনে এগিয়ে আসার ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ।

ইতোমধ্যে ৫শ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে মিসর। আর চীন স্বাস্থ্যখাতে সহায়তার পাশাপাশি ২ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেবে ফিলিস্তিকে।

গত কয়েক দিনের ইসরায়েলি বিমান হামলা থেকে রক্ষা পায়নি গাজার আবাসিক ভবন, বাণিজ্যিক স্থাপনা, স্কুল-কলেজ এমনকি হাসপাতালও। আশ্রয় কেন্দ্র থেকে ফেরার পর, বাসস্থান আর খাদ্য সংকটে ফিলিস্তিনিরা।

বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক সংকটে থাকা ফিলিস্তিনকে আরও চাপে ফেলতেই বাণিজ্যিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। পরিকল্পতি উদ্যোগ ছাড়া গাজা পুনর্গঠন অসম্ভব বলেও মনে করছেন তারা।

এমন পরিস্থিতিতে মিসর এবং চীনের এই সাহায্য ধ্বংসপ্রায় গাজা পুনর্গঠনে সাহায্য করবে বলেই আশা করছেন ফিলিস্তিনি প্রশাসন।

Exit mobile version