Site icon Jamuna Television

নির্জন দ্বীপে সময় কাটছে মেলিন্ডা গেটসের, ভাড়া ১ লাখ ৩২ হাজার ডলার

বিচ্ছেদের পর বিলাসবহুল নির্জন দ্বীপে সময় কাটছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসের। প্রতিদিনের ভাড়া পড়ছে ১ লাখ ৩২ হাজার ডলার।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বিল গেটসের সাথে বিচ্ছেদের পর নিজের মতো করে সময় কাটাতে চান মেলিন্ডা গেটস। তাই এই মুহূর্তে পরিবারের সাথে একান্তে ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন ক্যারিবিয়ানের অন্তর্গত একটি নির্জন দ্বীপে।

ক্যালিভিগনি নামের বিলাসবহুল এই দ্বীপটিতে রয়েছে ২০টি ঘর। সুইমিং পুল, স্পাসহ নানা ধরনের খেলার জায়গা রয়েছে এই দ্বীপটিতে। ব্যক্তি মালিকানাধীন এই দ্বীপটি মূলত বিশ্বের শীর্ষ ধনীরা ব্যবহার করে থাকেন।

Exit mobile version