Site icon Jamuna Television

তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে কড়াকড়ি কিম জং উনের

এবার নিজ দেশের তরুণদের পোশাক আর হেয়ার স্টাইলে কড়াকড়ি আরোপ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।

ফলে দেশটির তরুণরা এখন থেকে আঁটসাঁট জিন্সের মতো পোশাক পড়তে পারবেন না। প্যান্টের ডিজাইনে থাকতে পারবে না কোনো নকশা কিংবা ছেঁড়া ডিজাইন। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে স্লোগান থাকা টি-শার্টও। এমনকি সেলেব্রিটিদের আদলে চুলের স্টাইলও করা যাবে না। তরুণদের নাক, কানের পাশাপাশি ভ্রু ও ঠোঁট ফোঁড়ানোতেও রয়েছে নিষেধাজ্ঞা।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার দাবি, এসবই নাকি মার্কিন ফ্যাশনের অনুকরণ যা তরুণদের উচ্ছৃঙ্খল করে তোলে।

Exit mobile version