Site icon Jamuna Television

‘সাংবাদিক রোজিনার ঘটনাকে পুঁজি করে চিহ্নিত মহল ফায়দা নেয়ার চেষ্টা করছে’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনাকে পুঁজি করে একটি চিহ্নিত মহল ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (২২ মে) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় সাংবাদিক রোজিনার ঘটনাটি অনভিপ্রেত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, দেশবিরোধী শক্তি অতি তৎপর হয়ে উঠেছে ঘটনাটিকে নিয়ে।

কেউই আইনের উর্ধ্বে নয় জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, রোজিনা ইসলামকে যদি হেনস্তা করা হয় তবে সেটি তদন্তে বেরিয়ে আসবে।

Exit mobile version