Site icon Jamuna Television

ঘূর্ণিঝড় ‘ইয়াস’র গতিমুখ এখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চলের দিকে

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ২৫ মে মধ্যরাতে অথবা ২৬ মে সকালে খুলনা উপকূলীয় এলাকায় আঘাত আনতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। বিপদ সংকেত বাড়লে মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বিকেলে সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ নিয়ে জরুরি বৈঠক শেষে এই ঘোষণা দেন প্রতিমন্ত্রী। এ সময় আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থা জানানো হয়। বলা হয় ঘূর্ণিঝড় গতিমুখ ভারতের ভুবনেশ্বর ও উড়িষ্যা থেকে এখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চলের দিকে। এটা সুপার সাইক্লোনে রূপ নিলে দক্ষিণাঞ্চলে আঘাত হানতে পারে। বিপদ সংকেত ৫ এর উপরে উঠলেই উপকূলীয় এলাকার মানুষকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে।

এরইমধ্যে জরুরি খাদ্য সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। এর আগে সকালে আশ্রয়কেন্দ্র, গুদাম, মুজিব কিল্লাসহ ২৫০টি ভবন উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন নিয়ে সংবাদ সম্মেলন করেছে মন্ত্রণালয়। আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন।

Exit mobile version