Site icon Jamuna Television

বাংলাদেশকে অস্ট্রেলিয়ার আরও পাঁচ মিলিয়নের সহায়তা

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন ঘােষণা করেছেন যে বাংলাদেশের কোভিড-১৯ প্রস্তুতি এবং মােকাবেলা সমর্থন করার জন্য রেড ক্রিসেন্টকে অতিরিক্ত ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে তারা।

এই তহবিল সরবরাহ করা হবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সােসাইটির (আইএফআরসি) মাধ্যমে এবং ব্যবহার করা হবে প্রয়ােজনীয় সরঞ্জামাদি কিনতে ও বিতরণ করতে, জন্য যার মধ্যে রয়েছে অক্সিজেনও।

এটি কমিউনিটিগুলােকে এই মহামারীর কারণে হওয়া স্বাস্থ্য এবং সামাজিক প্রভাব মােকাবেলা করতে সাহায্য করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

গত বছর অস্ট্রেলিয়ার ৫.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের সহায়তার সাথে এই সহায়তা যুক্ত হবে যা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, কোভিড-১৯ সচেতনতা প্রচারণা এবং জরুরি খাদ্য এবং আয় সহায়তার জন্য দেয়া হযয়েছিল।

অস্ট্রেলিয়া আরও কাজ করে যাচ্ছে কোভিড-১৯ ভ্যাকসিনের বৈশ্বিক নিরাপদ ও কার্যকর সরবরাহ বৃদ্ধি করার লক্ষ্যে, যার মধ্যে রয়েছে কোভ্যাক্সকে ৮০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেওয়ার অগ্রিম প্রতিশ্রুতি, যার সুবিধা বাংলাদেশও পাবে বলে।

Exit mobile version