Site icon Jamuna Television

চাঁদপুরে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার মধ্যরাতে অভিযুক্তদের হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। ধর্ষণের শিকার ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগের ভিত্তিতে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী নিজবাড়ি রায়পুর উপজেলার ঝাউডুগি এলাকা থেকে অভিযুক্ত হাসানের অটোরিকশায় চড়ে তার বোনের বাড়ি দক্ষিণ পাড়াবগুলা যাচ্ছিল। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছালে তাকে রাস্তার পাশে একটি সুপারি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে শুক্রবার সন্ধ্যায় থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান মোল্লা বলেন, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মেয়েটি বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Exit mobile version