Site icon Jamuna Television

আইনের শাসন না থাকলে দেশ সোমালিয়া হয়ে যায়: স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি।

মানিকগঞ্জ প্রতিনিধি:

একটি দেশ তখনই ভালো চলে, যখন সেখানে আইনের শাসন থাকে। আইনের শাসন না থাকলে দেশ সোমালিয়া হয়ে যায়। সন্ধ্যায় মানিকগঞ্জে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আইন অনুযায়ী দেশ চলে। তাই আইনের প্রতি সবাইকে আস্থাশীল হতে হবে। আইন মানুষের জন্য। মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয়।

সোমালিয়ার বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, সোমালিয়ায় কোনো আইনের শাসন নেই। ইউরোপ আমেরিকায় আইনের শাসন আছে। বাংলাদেশেও আইনের শাসন আছে। তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইন বিশৃঙ্খলা রোধ করে।

করোনা পরিস্থিতির কথা তুলে মন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিত চলাফেরার কারণেই দেশে আবার করোনার মৃত্যু ও সংক্রমণ বাড়ছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পযর্ন্ত ভারতের সাথে দেশের বর্ডার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version