Site icon Jamuna Television

করোনাভাইরাসের প্রকোপে মে মাসে ভারতে সর্বোচ্চ মৃত্যুহারের রেকর্ড

india corona

করোনাভাইরাসের প্রকোপে মে মাসে সর্বোচ্চ মৃত্যুহার রেকর্ড করলো ভারত। দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে মৃত্যুহার এক দশমিক এক সাত শতাংশ।

এ তালিকার শীর্ষে রয়েছে নয়াদিল্লি। ২৩ মে পর্যন্ত রাজধানীতে ৬৬৮৪ জনের প্রাণহানি এবং দু’লাখ ৬৩ হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে যা শতাংশের হিসাবে দাঁড়ায় ২ দশমিক পাঁচ চার। গত মাসের তুলনায় প্রায় দেড় ভাগ বেড়েছে প্রাণহানি। এ পরিস্থিতিতেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছেন স্বাস্থ্য সর্তকবার্তা। ঘোষণা এসেছে, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের করোনার টিকাদান কর্মসূচি।

মৃত্যুহারে দিল্লির পরেই রয়েছে পাঞ্জাব, উত্তরাখন্ড, ঝাড়খন্ড, গোয়া এবং মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যুবরণ করেছে ৩ হাজার ৭৮৮ জন। নতুনভাবে পৌনে ৩ লাখ মানুষের শরীরে মিলেছে করোনা। দেশটিতে মোট সংক্রমিত দুই কোটি ৬৫ লাখের বেশি।

Exit mobile version