Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় অন্তত ২ জন নিহত, আহত ৮

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় গোলাগুলির ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ২ জন; আহত আরও ৮ নর-নারী। গতকাল শনিবার (২৩ মে) ভোররাতে হয় হামলা।

মিনেপোলিস শহরের মোনার্ক নাইটক্লাবের বাইরে হয় গোলাগুলি। প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক রাত ২টা নাগাদ দুই ব্যক্তির মধ্যে কোনো এক ইস্যুতে প্রচণ্ড বাগবিতণ্ডা হচ্ছিলো। একপর্যায়ে অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি ছোঁড়া শুরু করেন তারা। চারপাশে দাঁড়িয়ে থাকা পথচারীরা গুলিবিদ্ধ হন।

ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন সেইন্ট থমাস বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক শিক্ষার্থী। বন্ধুদের সাথে গ্র্যাজুয়েশন শেষ করার পার্টিতে যোগ দিয়েছিলেন তিনি। স্থানীয় হাসপাতালে চলছে গুলিবিদ্ধদের চিকিৎসা। হামলার ঘটনায় ২৩ বছর বয়সী এক যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। চার্জশিট দাখিল না করা পর্যন্ত তার নাম-পরিচয় প্রকাশ করা হবে না।

Exit mobile version