Site icon Jamuna Television

ইনস্টাগ্রামে দেখা গেলো বন্দিদশা থেকে বাঁচার আকুতি জানানো দুবাইয়ের রাজকুমারী লতিফাকে

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেখা গেলো দুবাইয়ের শাসকের কন্যা রাজকুমারী লতিফাকে। গত বৃহস্পতিবার (২০ মে) সাম্প্রতিক দুটি ছবি আপলোড করা হয়।

ছবিতে দেখা যায়, এমিরেটস শপিং মলে দু’জন নারীর সাথে রয়েছেন লতিফা। তাদের পেছনে ছিলো ‘ডেমন স্লেয়ার: মুগেন ট্রেন’ মুভির পোস্টার যে মুভিটি সংযুক্ত আরব আমিরাতে ১৩ মে রিলিজ পায়। কিন্তু ছবিটির সাথে ছিলো না তারিখ বা অবস্থান সংক্রান্ত কোন মেটাডাটা।

অবশ্য দ্বিতীয় ছবিটিতে অনেকটাই প্রাণবন্ত দেখাচ্ছিলো প্রিন্সেসকে। এই ছবিটি বিশ্বের সুউচ্চ ভবন বুর্জ আল খলিফার একটি রেস্টুরেন্টে তোলা। পোস্টে উল্লেখ ছিলো স্থানটির।

গত ফেব্রুয়ারিতে বিবিসির প্যানারোমা অনুষ্ঠানে রাজকুমারীর কিছু ভিডিও প্রকাশিত হয়। ভিডিওগুলোতে নিজের বন্দিদশা বর্ণনার পাশাপাশি বাঁচার আকুতি জানান লতিফা। এরপরই তাকে উদ্ধারে জোর তৎপরতা শুরু করে মানবাধিকার সংগঠনগুলো।

Exit mobile version