Site icon Jamuna Television

টাউটির তাণ্ডব; আরও ১১ নাবিকের মরদেহ উদ্ধার

টাউটির তাণ্ডব; আরও ১১ নাবিকের মরদেহ উদ্ধার

ভারতে শক্তিশালী সাইক্লোন- টাউটির তাণ্ডবে প্রাণহানি বেড়ে দাঁড়ালো শতাধিকে। শনিবারও নিখোঁজ জ্বালানিবাহী জাহাজ ‘পি- থ্রি জিরো ফাইভে’র আরও ১১ নাবিকের মরদেহ উদ্ধার করা হয়।

সবমিলিয়ে জাহাজটিতে থাকা ৬১ নাবিকের মৃত্যু হলো সাইক্লোনে। ডিএনএ বা সাথে থাকা কাগজপত্রের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। এরপরই পরিবারের কাছে হস্তান্তর করছে সরকার। প্রাকৃতিক দুর্যোগের সময় জাহাজটিতে ছিলেন ২৬১ জন নাবিক ও ক্রু। যাদেরমাঝে ১৮৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।

গেলো সপ্তাহে, গুজরাট এবং মহারাষ্ট্রে আঘাত হানে প্রলয়ংকারী ঘূর্ণিঝড়। সেসময় গভীর সমুদ্রে থাকা তেল ও গ্যাস সংগ্রহকারী তিনটি জাহাজ পড়ে সংকটে। তাদের উদ্ধারে ভারতীয় নৌবাহিনী মোতায়েন করে ৬টি জাহাজ; কোস্টগার্ডের ছিলো তিনটি নৌযান। এছাড়া তেল-গ্যাস প্রতিষ্ঠানের কমপক্ষে ২০টি ছোটবড় নৌযান অংশ নেয় উদ্ধার অভিযানে।

এনএনআর/

Exit mobile version