Site icon Jamuna Television

সংসার জীবনের ইতি টানলেন মাহি

সংসার জীবনের ইতি টানলেন মাহি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তার সংসার জীবনের ইতি টানলেন। পাঁচ বছরের দাম্পত্য জীবনের শেষ ঢালিউডের জনপ্রিয় নায়িকার। স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের হওয়ার খবর অভিনেত্রী নিজেই জানিয়েছেন।

শনিবার রাত দেড়টার দিকে (২৩ মে) মাহি তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, “এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যার্থতা।
পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে ‘মা জননী’, বড় বাবার মুখ থেকে ‘সুনামাই’ শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা।
আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।”

এর আগে মাহি ১২ মে অপুর সঙ্গে দু’টি ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে লিখেছেন- ‘গত ৮৬৪০০ মিনিট ধরে ভাবছি তোমাকে নিয়ে গুনে গুনে ৫১টা লাইন লিখবো। কিন্তু কিভাবে যে লিখবো, ঠিক কোত্থেকে শুরু করবো সেটাই ভেবে পাচ্ছিনা। আচ্ছা আমি কি আর কোনোদিন গুছিয়ে কথা বলাটা শিখবো না তাইনা? তুমি তো আমাকে কিছুই শিখাতে পারলা না, এটাকি ঠিক?’

উল্লেখ্য, সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে মাহির বিয়ে হয় ২০১৬ সালের ২৫ মে। ৫ বছরের দাম্পত্য জীবনে কোনো সন্তান নেই মাহি-অপু দম্পতির।

এনএনআর/

Exit mobile version