Site icon Jamuna Television

৩০ মে পর্যন্ত বাড়লো লকডাউন, চলবে দূরপাল্লার বাস-ট্রেন-লঞ্চ

আগামী ৩০ মে পর্যন্ত বাড়লো লকডাউন

চলমান লকডাউনের বিধিনিষেধের সময়সীমা আরও সাত দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধ বাড়ানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী এ বিধিনিষেধ বহাল থাকবে আগামী ৩০ মে পর্যন্ত।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আন্তঃজেলা সব ধরণের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই সকল যাত্রীকে মাস্ক পরিধান করতে হবে। এছাড়াও হোটেল ও খাবার দোকানগুলোতে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে। সরকারি ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

এনএনআর/

Exit mobile version