Site icon Jamuna Television

পুলিশের হাত থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগে মামলা

লালমনিরহাটের কালীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের মামলায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রাতে পুলিশি অভিযানে তারা ধরা পড়ে। শনিবার (২২ মে) বিকেলে কালীগঞ্জ থানা পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল ইসলামকে গ্রেফতার করে অটোরিক্সায় থানায় নিয়ে যাচ্ছিলো।

একপর্যায়ে আসামির স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় রাতে ৩৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়ছে।

পালিয়ে যাওয়া আসামি আশরাফুল ইসলামের বিরুদ্ধে লালমনিরহাট ও নীলফামারী থানায় মোটরসাইকেল চুরির একাধিক মামলা রয়েছে।

Exit mobile version