Site icon Jamuna Television

প্রত্যেক বিদ্রোহীর মাথার জন্য ৩৮৪ ডলার পুরস্কার ঘোষণা দুতের্তে’র

ফিলিপাইনে প্রত্যেক বিদ্রোহী গেরিলার মাথার জন্য ৩৮৪ ডলার পুরস্কার ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে।

দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ফিলিপিনো সেনাবাহিনীর সাথে লড়াইরত বিচ্ছিন্নতাবাদী কমিউনিস্ট গেরিলাদের হত্যার নির্দেশ দিয়ে এ ঘোষণা দেন তিনি।

দুতের্তের এ বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো এবং আন্তর্জাতিক মহল। তার বিরুদ্ধে যুদ্ধাপরাধ উস্কে দেয়ার অভিযোগ এনেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। কয়েক বছরের সংঘাতে মিন্দানাওয়ে এ পর্যন্ত প্রাণ গেছে ৪০ হাজারের বেশি মানুষের।

Exit mobile version