Site icon Jamuna Television

‘অক্সফোর্ড-ফাইজারের ভ্যাকসিন করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকরী’

অক্সফোর্ড এবং ফাইজারের ভ্যাকসিন করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অত্যন্ত কার্যকরী। সাম্প্রতিক গবেষণার পর এ তথ্য জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ভ্যাকসিনের কার্যকরিতা সম্পর্কে জানতে, ৫ এপ্রিল ১৬ মে পর্যন্ত চালানো হয় একটি গবেষণা যাতে ১২ হাজার ৬৭৫টি ‘জিনোম সিকোয়েন্স’ করা হয়। যার মাঝে এক হাজার ৫৪টি জিনোম ছিল ভারতীয় ভ্যারিয়েন্টের।

গবেষণায় দেখা গেছে, দুই ডোজ ফাইজারের টিকা ভারতীয় ধরনকে রুখতে ৮৮ ভাগ কার্যকর। অন্যদিকে, ৬০ শতাংশ কার্যকর অক্সফোর্ডের দুই ডোজ ভ্যাকসিন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, করোনায় ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে ভ্যাকসিনের দুটি ডোজ এর বিরুদ্ধে বেশ কার্যকর। অর্থাৎ, করোনা মোকাবেলায় আমরা সঠিক পথেই রয়েছি। সবাইকে দুই ডোজ টিকা নেয়ার আহ্বান জানাচ্ছি। এরই মাঝে প্রথম ও দ্বিতীয় মিলিয়ে গোটা ব্রিটেনে ৬ কোটির বেশি টিকার ডোজ দেয়া হয়েছে।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীর মতে, টিকা গ্রহণের ফলে মৃত্যুহার এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরিমাণ কমানো সম্ভব।

Exit mobile version