Site icon Jamuna Television

পিরোজপুরে দিনমজুরকে কুপিয়ে হত্যা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নে হাসান শেখ নামের এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৩ মে) সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামের নিজের ঘর থেকে হাসানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত হাসান শেখ (৩৫) পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পূর্ব টোনা গ্রামের মৃত ছোবাহান শেখের পুত্র।

নিহতের মামা শামসুল হক জানান, রোববার সকালে তার ভাগিনা নিহত হাসানের বাড়িতে স্থানীয় এক ডাব ব্যবসায়ী ডাব কিনতে আসে। তখন হাসানকে ডাকাডাকি করলেও সাড়াশব্দ না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখতে পায় হাসান রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তখন ডাব ব্যবসায়ী বিষয়টি সবাইকে জানালে তারা দরজা খুলে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় মৃত হাসানের দেহ মাটিতে পড়ে আছে।

নিহত হাসানের গলায়, বুকে, পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের আঘাত ছিলো। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে, জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Exit mobile version