Site icon Jamuna Television

কাল থেকে সৌদির বাতিলকৃত ফ্লাইটগুলোর টিকিট দিবে বিমান

কাল থেকে সৌদির বাতিলকৃত ফ্লাইটগুলোর টিকিট দিবে বিমান

সৌদি আরব যেতে বিপাকে পড়েছেন সৌদি প্রবাসীরা। আগামীকাল থেকে সৌদি আরবের বাতিল হওয়া ফ্লাইটগুলোর পুনরায় টিকিট বিতরণ শুরু হবে এমন ঘোষণা দিয়েছে বিমান। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হলো কিনা তা নিশ্চিত হতেই সকাল থেকে মতিঝিল বিমান অফিসের সামনে ভিড় করেন প্রবাসীরা। অনেকেই এসেছেন টিকিট রি-ইস্যু করতে।

বিমান বাংলাদেশের ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তে ও সৌদি আরবের বেঁধে দেয়া বিভিন্ন শর্তের কারণে এই ভোগান্তিতে পড়েছেন তারা।

তবে বিমানের সাথে সৌদির হোটেলগুলোর কোন সমঝোতা না হওয়ায় এখনো কোয়ারেন্টিনের জন্য হোটেল বুক করতে পারেনি কেউ। আর হোটেল বুকিং নিশ্চিত না হলে করোনা টেস্টও করতে পারছে না কেউ। যাদের ২৫ বা ২৬ তারিখের ফ্লাইট, বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা যাবে তারা আছেন সবচেয়ে বেশি দুশ্চিন্তায়। সাউদিয়া এয়ারলাইন্সের সমন্বয়হীনতায় ভোগান্তিতে পড়া প্রবাসীরা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এনএনআর/

Exit mobile version