Site icon Jamuna Television

মুশফিকের ৪০তম হাফসেঞ্চুরি

৯৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া বাংলাদেশ দলকে টেনে তুলেছেন পঞ্চপাণ্ডবের দুই অন্যতম অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এর মধ্যে ক্যারিয়ারের ৪০তম হাফসেঞ্চুরি করলেন মুশফিক। ৩২তম ওভারে ধনাঞ্জয়ার ৪র্থ বলে বাউন্ডারি মেরে অর্ধশতক পূরণ করেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন-মিঠুনদের ব্যর্থতায় ৯৯ রানেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। যদিও অপরপ্রান্তে অধিনায়ক তামিম ইকবাল ঠিকই অর্ধশতক তুলে নিয়েছেন। শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দুশ্মন্ত চামিরার বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন। তার ক্যাচটি প্রথম স্লিপে দাঁড়িয়ে ধরেছেন ধনঞ্জয়া ডি সিলভা।

লিটনের বিদায়ের পর উইকেটে যান কোয়ারেন্টাইন কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান। তামিম ইকবালকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। কিন্তু জুটিটা খুব বেশি বড় হয়নি। ৩৮ রান তোলার পর ভেঙেছে গুনাতিলকার বলে মাথার ওপর দিয়ে মারতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। ৩৪ বল খেলে ১৫ রান করেছেন ব্যাট হাতে ছন্দ খুঁজতে থাকা সাকিব।

দলীয় ৯৯ রানের সময় অর্ধশতক হাঁকিয়ে আউট হয়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ৭০ বলে ৫২ রান করেছেন তিনি। আজ অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার।

Exit mobile version