Site icon Jamuna Television

এবার হাফসেঞ্চুরি মাহমুদউল্লাহর

মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়ানডে ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদের ২৪তম হাফসেঞ্চুরি হলো আজ। তবে টেস্ট ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এটা তার ৪৪তম হাফসেঞ্চুরি তার।

মুশফিক আউট হওয়ার পর ৭০তম বলে অর্ধশতক ফিফটি পূর্ণ করেন এই অলরাউন্ডার। তিন ফরম্যাটে ৪৪টি ফিফটির পাশাপাশি ৭টি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার।

তবে শেষদিকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী নিজের দক্ষতা দেখাতে পারেননি রিয়াদ। শেষ পর্যন্ত ৭৬ বলে ৫৪ রান করে ফিরে যান তিনি। অবশ্য মুশফিকের সাথে তার জুটি বাংলাদেশের ব্যাটিংকে দিয়েছে শক্ত ভিত্তি।

লঙ্কানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে লিটন-মিঠুনদের ব্যর্থতায় ৯৯ রানেই ৪ উইকেট হারিয়েছে বাংলাদেশ। যদিও অপরপ্রান্তে অধিনায়ক তামিম ইকবাল ঠিকই অর্ধশতক তুলে নিয়েছেন। শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে দুশ্মন্ত চামিরার বলে খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ দিয়েছেন লিটন। তার ক্যাচটি প্রথম স্লিপে দাঁড়িয়ে ধরেছেন ধনঞ্জয়া ডি সিলভা।

লিটনের বিদায়ের পর উইকেটে যান কোয়ারেন্টাইন কাটিয়ে দলে ফেরা সাকিব আল হাসান। তামিম ইকবালকে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। কিন্তু জুটিটা খুব বেশি বড় হয়নি। ৩৮ রান তোলার পর ভেঙেছে গুনাতিলকার বলে মাথার ওপর দিয়ে মারতে গিয়ে লং অনে সহজ ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। ৩৪ বল খেলে ১৫ রান করেছেন ব্যাট হাতে ছন্দ খুঁজতে থাকা সাকিব।

দলীয় ৯৯ রানের সময় অর্ধশতক হাঁকিয়ে আউট হয়ে যান বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। ৭০ বলে ৫২ রান করেছেন তিনি। আজ অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন বাংলাদেশ দলের এই ড্যাশিং ওপেনার।

প্রথম ওভারেই চার হাঁকিয়ে এই কীর্তিতে নাম লিখিয়েছেন তামিম। রানের খাতা এগিয়ে হাঁকান ক্যারিয়ারের ৫১-তম হাফসেঞ্চুরি। ৬৬ বলে এ অর্ধশতক পূরণ করলেন তিনি। ১ ছক্কা ও ৬ বাউন্ডারিতে অর্ধশতক সাজিয়েছেন তিনি। ২৩-তম ওভারে ধনঞ্জয়ার পঞ্চম বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হন তামিম।

এরপরের ওভারেই শূন্য রানে ফিরে যান মোহাম্মদ মিঠুন। ৯৯ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকেই জুটি বেঁধেছিলেন মুশফিক-মাহমুদউল্লাহ।

ম্যাচ শুরু আগে আগেই করোনার ধাক্কা। করোনা পজেটিভ এসেছিল লঙ্কান দলের তিন সদস্য— বোলিং কোচ চামিন্ডা ভাস ও দুই ক্রিকেটার ইসুরু উদানা ও শিরান ফার্নান্দোর। পরে অবশ্য আরেকটি পরীক্ষায় ভাস আর উদানার করোনা নেগেটিভ এলেও শিরান এখনো পজিটিভ। সব মিলিয়ে শঙ্কা জেগেছিল ম্যাচটি হবে কিনা, তা নিয়েই। তবে শেষ পর্যন্ত মাঠে গড়িয়েছে খেলা।

Exit mobile version