Site icon Jamuna Television

৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:

প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে পুলিশ অভিযুক্ত ওই শিক্ষককে আটক করে।

ভুক্তভোগীর পরিবার জানায়, কাউকে কিছু জানালে স্কুলে মারধরের ভয় দেখিয়ে অভিযুক্ত শিক্ষক একাধিকবার ধর্ষণ করে মেয়েটিকে। ২২ মে সন্ধ্যায় ভুক্তভোগীকে অভিযুক্ত আবারও ধর্ষণের চেষ্টা করে বলে জানান ওই স্কুলছাত্রীর মা।

২২ মে শনিবার রাতে কিশোরীর মা বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ রাতে তাকে আটক করে।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, এ ঘটনায় ওই কিশোরীর মায়ের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও ২২ ধারায় জবানবন্দির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

Exit mobile version