Site icon Jamuna Television

মোংলা বন্দরে তেল ট্যাঙ্কারে আগুন, অগ্নিদগ্ধ নাবিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:

মোংলা বন্দরে ‘এমটি সী লিংক উৎসব’ নামের একটি তেলবাহী ট্যাঙ্কারে আগুন লেগে মোহাম্মদ আলী (৫২) নামে ওই জাহাজের এক নাবিকের মৃত্যু হয়েছে।

আগুনে পুড়ে যাওয়া ইয়াসিন আলী (৫০) অপর এক নাবিককে অবস্থাও আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেরের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গেছে।

রোববার দুপুর সোয়া ১টার দিকে মোংলা বন্দরে আসা তেলবাহী ট্যাঙ্কার ‘এমটি সী লিংক উৎসব’ এ আগুন লাগলে ইঞ্জিন রুমে থাকা মোহাম্মদ আলী (৫২) ও ইয়াছিন আলী (৫০) অগ্নিদগ্ধ হন। এরপরই ফায়ার সার্ভিসের সহায়তায় বন্দর কর্তৃপক্ষের ‘সুন্দরবন’ নামক একটি ট্যাগ বোট দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার শেখ ফখরউদ্দিন মোবাইল ফোনে জানান, বন্দরের নিজস্ব সার্ভিস জেটিতে নোঙ্গর করার মুহূর্তেই তেলের ট্যাঙ্কার এমটি সি লিংক উৎসবে আগুন ধরে যায়। এ সময় ইঞ্জিন রুমে থাকা দুই নাবিক মোহাম্মদ আলী (৫২) ও ইয়াছিন আলী (৫০) অগ্নিদগ্ধ হলে তাদেরকে বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে নেয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর পৌঁনে দুইটায় খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কাছাকাছি পৌঁছানোর সময়ই অগ্নিদগ্ধ নাবিক মোহাম্মাদ আলী মারা যায়।

অগ্নিদগ্ধ অপর নাবিক ইয়াছিন আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শরীরের ৯০ শতাংশ আগুনে পুড়ে গেছে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হাসপাতালের প্রধান চিকিৎসক ডা. মো. আব্দুল হামিদ। তবে তার অবস্থাও আশঙ্কাজনক। তেলের ট্যাঙ্কার ‘এমটি সী লিংক উৎসব’ জাহাজটির মালিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস বলে জানা গেছে।

Exit mobile version