Site icon Jamuna Television

তিন দলের লড়াইয়ে লিভারপুল, হেরেও চ্যাম্পিয়ন্স লিগে চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ছিলো চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের লড়াই। তিন দলের লড়াইয়ে জায়গা করে নিয়েছে লিভারপুল। শেষ রাউন্ডে হেরেও জায়গা নিশ্চিত হয়েছে চেলসির।

প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে গতকাল রোববার (২৩ মে) একই সময়ে শুরু হওয়া ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরে চারে আছে চেলসি।

ইউরোপ সেরার মঞ্চে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে লেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ৪-২ গোলে হেরে পঞ্চম হয়েছে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নরা।

লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ হিসেবে আগেই চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছিলো ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

Exit mobile version