Site icon Jamuna Television

১ মাস ১৮ দিন পর পদ্মায় চললো লঞ্চ

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

টানা ১ মাস ১৮দিন বন্ধ থাকার বন্ধ থাকার পর পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে আবারো লঞ্চ চলাচল শুরু হয়েছে। আজ সোমবার (২৪ মে) সকাল থেকে এ নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়।

সকাল ৭টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাট থেকে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায় কয়েকটি লঞ্চ। এরপরই একে একে নৌরুটের সবগুলো লঞ্চ সচল হয়।

লঞ্চ সচল হওয়ায় ফেরিতে যাত্রী চাপ ও ভোগান্তি দুটোই কমেছে। দক্ষিণবঙ্গের যাত্রী ও লঞ্চে কর্মরত কর্মচারীদের মাঝেও ফিরেছে স্বস্তি।

সরজমিনে শিমুলিয়া লঞ্চঘাটে দেখা যায়, সকাল থেকে একটির পর একটি লঞ্চ যাত্রী নিয়ে বাংলাবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আবার বাংলাবাজার ঘাট থেকেও লঞ্চ শিমুলিয়াঘাটে আসছে। নিয়ম অনুযায়ী অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও অধিকাংশ লঞ্চেই সে নিয়ম মানছে না। তবে ধারণক্ষমতার চেয়ে কিছুটা কম যাত্রী নেয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া লঞ্চঘাটের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান জানান, সরকারি নির্দেশনা মেনে বিধিনিষেধ মেনেই লঞ্চ চলাচল শুরু হয়েছে। নৌরুটে বর্তমানে ৮৭টি লঞ্চ সচল রয়েছে।

এর আগে সর্বশেষ গত ৪ এপ্রিল এ নৌরুটে লঞ্চ চলাচল করেছিলো। ৫ এপ্রিল থেকে লঞ্চ চলাচল বন্ধ ছিলো।

এদিকে লঞ্চ ছাড়াও নৌরুটে বর্তমানে ১৭টি ফেরি সচল রয়েছে বলে জানিয়ে বিআইডাব্লিউটিসি সূত্র। তবে স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে।

বিআইডাব্লিউটিসি শিমুলিয়াঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রী কমে গেছে। ঘাটে পারাপারের অপেক্ষা তেমন আর যানবাহনও নেই। যেসব যানবাহন আসছে সেগুলো সহজেই ফেরিতে উঠতে পারছে।

Exit mobile version